সুদীপ সেন, বাঁকুড়া:- সামনে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো। অনেকের মুখে হাসি থাকলেও, অনেকেই বঞ্চিত থাকে নতুন বস্ত্রের যোগানে।
তাদের সেই চাহিদাকে পূরণ করতেই বাঁকুড়া জেলার শিরপুরা গ্রামের উদয়ন সংঘ এক অনুষ্ঠানের মাধ্যমে এতদঞ্চলের দুস্থ মানুষদের হাতে প্রায় দেড় শত এর ওপর বস্ত্র তুলে দেয়।
আসানসোল শহরের কিছু সমাজসেবী মহিলা, গ্রামের সাধারণ মানুষ এতে অর্থ সাহায্য করেন।
কর্মদ্যোগী পবন গোস্বামী, সুবল চক্রবর্ত্তী, আভা দি ও তাঁদের সহযোগী রা চান আরো বেশি করে গ্রামের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে কাজ করতে।
শিশু দের বিস্কুট, চকলেট দিয়ে উৎসাহিত করেন তাঁরা।
এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন শালতোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গরাই, ডা, সুবল চক্রবর্ত্তী, পবন গোস্বামী, অরূপ মোদক, শিক্ষক সৌমিত্র গঙ্গোপাধ্যায়, প্রকাশ মন্ডল, আসানসোলের আভা ম্যাডাম ও তাঁর সহকর্মী গণ।