নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-চিকিৎসকের অনন্য প্রতিভা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক তাপস মজুমদার। হাসপাতাল কোয়ার্টারে বসেই মাউথ অর্গান বাজানোর একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও, সেই ভিডিও ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায়। চিকিৎসকের মাউথ অর্গানের সুরে মুগ্ধ নেটিজেনরা। সকলেই বাহবা দিয়েছেন চিকিৎসককে।এমনকি ডাক্তারবাবুর মাউথ অর্গানের সুর করোনা অবহে মনোরঞ্জন করেছে অনেক করোনা রোগীদের। সুস্থ হয়ে উঠেছে অনেকে। যদিও চিকিৎসক তাপস মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি কোন রকম ক্যামেরার সামনে মন্তব্য করতে চাননি ভিডিও ভাইরাল হওয়া নিয়ে।