মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ মহিশাস্থলী অঞ্চলের সুলতানপুর ১ ও ২ নম্বর বুথের কংগ্রেস কমিটির উদ্যোগে পথ সভা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো সুলতানপুর মোড়ে । দিন কয়েক আগেই ভগবানগোলার স্বপনগড় আম বাগানে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সালাম মন্ডল ও তার অনুগামীরা কংগ্রেসে যোগদান করেন । ভগবানগোলায় তারপর থেকেই দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন । সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল থেকে কংগ্রেসে আশা কর্মী সমর্থকদের নিয়ে সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে প্রচার শুরু কংগ্রেসের । সালাম মন্ডল বলেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তাদের পদ্মা নদীর জলে বিসর্জন দেবে । পাশাপাশি ভগবানগোলা ব্লক ১ কংগ্রেস কমিটির সভাপতি খোস মোহাম্মদ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের নিয়ে প্রহসন করছেন । বেকার যুবকদের পাশে দাঁড়াতে কংগ্রেস বেকার যুবকদের হয়ে লড়ছেন । এইদিনের পথসভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক ১ কংগ্রেস কমিটির বিভিন্ন নেতৃত্ব ও যুব কংগ্রেস কমিটির সভাপতি আতিক শেখ সহ বিভিন্ন নেতৃত্বেরা ।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ মহিশাস্থলী অঞ্চলের সুলতানপুর ১ ও ২ নম্বর বুথের কংগ্রেস কমিটির উদ্যোগে...