কুড়মি জাতিকে ST তালিকাভুক্ত করার দাবিতে খেমাশুলি রেল স্টেশন এবং জাতীয় সড়ক অবরোধ।

0
335

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ১৯৫০ সালে কুড়মি জাতিকে ST তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল,তার আগে এই কুড়মি জাতি ST তালিকা ভুক্ত ছিল। কিন্তু কি কারণে এই কর্মী জাতিকে ST তালিকাভুক্ত থেকে বাদ দেওয়া হয়েছিল আজও অজানা,সেই কুড়মি জাতিকে ST তালিকাভুক্ত করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি রেল স্টেশন এবং জাতীয় সড়ক অবরোধ করে ছোটনাগপুর টোটোমিক কুড়মী সমাজ।এই অবরোধ পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা তেও হচ্ছে। যতক্ষণ না তাদের এই দাবি মানা হচ্ছে ততক্ষণ রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মী সমাজের নেতাকর্মীরা। অন্যদিকে এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে জাতীয় সড়ক জুড়ে, ইতিমধ্যেই যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।