জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভায় কৃষকদের আরও বেশি করে কৃষি ঋণ দিতে উদ্যোগী হল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

0
374

জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভায় কৃষকদের আরও বেশি করে কৃষি ঋণ দিতে উদ্যোগী হল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার ব্যাঙ্কের ৮৩ তম বার্ষিক সভা হয়। সভায় ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সৌরভ চক্রবর্তী বলেন, আরও ২০ হাজার কৃষকদের ঋণ দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতেও ব্যাঙ্ক উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। অনাদায়ী ঋণ আদায়েও ব্যাঙ্কের সাফল্য মিলেছে । ছাত্র ছাত্রীদের জন্যও সমবায়ের মাধ্যমে পড়াশোনার সরঞ্জাম দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে ।”