নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ইংরেজবাজারের বাহান্ন বিঘা ও বাগবাড়ি এলাকায় পানীয় জলের সমস্যা এবং কলিয়াচকের জালুয়াবাধাল এলাকায় প্রায় ৯কিলোমিটার রাস্তার দীর্ঘদিন বেহাল দশা, পানীয় জলের সমস্যা, ইলেকট্রিকের সমস্যা, দুই ব্লকের শতাধিক গ্রামবাসী একত্রিত ভাবে হাড়ি কড়াই বালটি নিয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখায়।মালদা জেলা প্রশাসনকে ডেপুটেশন দেয়। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় মুল রাস্তার বেহাল দশা, পানীয় জলের সমস্যা প্রধান বা জেলা শাসক সহ বিডিও কে লিখিত ভাবে জানিয়েও কোন কাজ হয়নি, তাই অবশেষে আজকে তারা জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হন। তাও যদি সূরাহা না হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন তারা।