জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– কয়েক দিন হালকা বৃষ্টির জন্য জলপাইগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপগুলোর কাজ কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল। কিন্তু এখন রোদ উঠতেই সেই কাজ জোর কদমে শুরু হয়েছে। বিভিন্ন পুজোর মন্ডপ গুলোর কাজ কিছুটা হলেও এগিয়ে গেছে। আবার কিছু পুজো মন্ডপের কাজ পিছিয়ে আছে।তবে রৌদ্রের জন্যে জোর কদমেই কাজ শুরু হয়েগেছে। প্যান্ডেলের ভিতরের কাজ কিছুটা সব পুজো মন্ডপের বাকি রয়েছে। শিল্পীদের আশা আর কয়েক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে, জানিয়েছেন শিল্পীরা। জলপাইগুড়িতে লোকাল শিল্পীরা ছাড়াও বাইরের জেলার শিল্পীরা এখানে এসেছেন।তারা মূলত বিভিন্ন কারুকার্যের কাজ করছেন।তারা বলেন কয়েক দিনের বৃষ্টির জন্য কাজ কিছুটা পিছিয়ে পড়লেও আর কয়েক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে।