উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কালিয়াগঞ্জ পৌর সভার সামনে বিজেপি কমিশনাররা ঝাল মুড়ি ও ঘুগনির দোকান দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার ৬জন কমিশনার কালিয়াগঞ্জ পৌর সভার সামনে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর কথা মত ঝাল মুড়ি ও ঘুগনির দোকান দিয়ে অভিনব কায়দায় রাজ্যের বেকারদের অপমান করার জন্য প্রতীকী প্রতিবাদ জানালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কমিশনার তথা বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডলের সভাপতি গৌরাঙ্গ দাস বলেন আমরা পশ্চিমবঙ্গে এমন একজন মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সার্বিক ক্ষেত্রে সস্তায় বাজিমাত করতে গিয়ে রাজ্যের সর্বনাশ ইতিমধ্যেই করে ফেলেছেন। রাজ্যের যোগ্য বেকার যুবক যুবতীদের কাজের দিশা না দেখিয়ে অযোগ্য যুবক যুবতীদের অর্থের বিনিমযে চাকরি দিয়ে এখন বলছেন তার রাজ্যে নাকি মুড়ি ঘুগনি বিক্রি করে লক্ষ্ লক্ষ্ টাকার ব্যবসা করা যায়। যা এক কথায় ধিক্কার জানানো ছাড়া প্রতিবাদ জানানো ছাড়া আর কিছু হতে পারেনা। কমিশনার গৌরাঙ্গ দাস বলেন মুখ্যমন্ত্রীর কথামত দোকান দিয়েছি খুব ভালো চলছে।তাই মুখ্য মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন তিনি যদি তার বেকার ভাইপো এবং ভাইদের মধ্যে এই ঝাল মুড়ি ও ঘুগনির দোকান চালু করে দেন তাহলে সারা ভারতবর্ষে এর প্রভাব বিস্তার করবে বলেই তার ধারনা।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহাকে কালিয়াগঞ্জ পৌর সভার সামনে যে ভাবে বিজেপির কমিশনারগন ঝাল মুড়ি ও ঘুগনির দোকান দিয়ে মুখ্য মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এ ব্যাপারে আবদার প্রতিক্রিয়া কি জানতে চাইলে চেয়ারম্যান সাহেব বলেন এ ব্যাপারে আমার কিছু বলার নেই। ওনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন।গণতন্ত্রে সবার বাক স্বাধীনতা আছে।করতেই পারেন। কালিয়াগঞ্জ পৌর সভার সামনে বিজেপির মহিলা কমিশনারগনও চা মুড়ি ও ঘুগ নির দোকান দেন বলে জানা যায়।