নোংরা আবর্জনার স্তুপ, শহর বর্ধমানের ৩নং ওয়ার্ডের মেহ্দীবাগান এলাকায় রেলওয়ে ওভারব্রিজের নিচের চিত্র টা ঠিক এমনই।

0
347

পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- নোংরা আবর্জনার স্তুপ, রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজনদের নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তীব্র দুর্গন্ধে নাজেহাল এলাকার বাসিন্দারা।
শহর বর্ধমানের ৩নং ওয়ার্ডের মেহ্দীবাগান এলাকায় রেলওয়ে ওভারব্রিজের নিচের চিত্র টা ঠিক এমনই।

শিশুরাও অসুস্থ হয়ে যাচ্ছে এই নোংরা আবর্জনার জেরে এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা।
এলাকাবাসীদের অভিযোগ, এই জনবহুল এলাকায় পুরসভার পক্ষ থেকে আবর্জনার জন্য ডাসবিন রাখা আছে, যা নিয়মিত পরিষ্কার হয়না। ফলে নোংরা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। তাছাড়াও ওই জনবহুল জায়গায় যার আশেপাশে বহু বসত বাড়ি আছে সেখানে পুরসভার ডাসবিন রাখাটাই ঠিক নয় বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
অতিরিক্ত দুর্গন্ধে স্থানীয় মানুষজন তীব্র সমস্যায়। ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি ।

পাশাপাশি এলাকাবাসীরা আরও অভিযোগ করেন যে, কাউন্সিলর চায়না কুমারী এলাকায় আসেন না। এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করেননি।

যদিও ফোন করে কাউন্সিলর চায়না কুমারীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ওই এলাকায় আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় , এবং তিনি আগামী কাল নিজে এসে দেখবেন বলেও জানান।