সাংবাদিক সম্মেলন করেন সিপিএম-‌এর জেলা সাধারণ সম্পদক অম্বর মিত্র।

0
316

মালদা, নিজস্ব সংবাদদাতা-‌জেলা জুড়ে চলছে হাই মাদ্রাসাগুলির পরিচালন সমতিরি নির্বাচন। হাই মাদ্রাসার নির্বাচনে দাপট দেখিয়ে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সিপিএমের অভিযোগ বুথ দখল থেকে ছাপ্পাভোট দিয়ে জোর করে জিতে চলেছে তৃণমূল। তারপরেও চাঁচল ও রতুয়া-‌২ ব্লকের ২টি হাই মাদ্রাসার নির্বাচনে জয়যুক্ত হয়েছে কংগ্রেস-‌সিপিএম জোট। কিন্তু জেতার বিষয়টি মেনে নিতে পারে নি তৃণমূল। এখন বিনা দোষে সিপিএম কর্মীদের পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে। ইতিমধ্যে সিপিএমের ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারই প্রতিবাদে নামতে চলেছে সিপিএম। তাদের কর্মসূচি জানিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন সিপিএম-‌এর জেলা সাধারণ সম্পদক অম্বর মিত্র। তিনি জানান, ‘‌শাসক দল যেভাবে সাধারণ হাই মাদ্রাসার নির্বাচনে বুথ দখল করছে, তাতে প্রহসনে পরিণত হচ্ছে নির্বাচন। আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই।’‌
‌‌