কলকাতা,সব খবর নিউজ ডেস্ক:- জ্ঞান মানুষের নৈতিক চরিত্র গঠনের এক প্রয়োজনীয় অর্জন..যে অর্জন মানুষের ব্যক্তিগত সীমানা ছাড়িয়ে সভ্যতার উন্নয়নে সমাজের ভূমিকা নির্ধারণ করে..!
শিক্ষা সুস্থ সমাজের ভিত, যদি শিক্ষিত সমাজ গড়ে তুলতে হয় তাহলে নতুন প্রজন্ম থেকে শুরু করতে হবে।
‘অভিব্যক্তি’ এমনিই এক উদ্দেশ্য নিয়ে শিশুদের শিক্ষা ও শিল্পের সঠিক পথ চেনাতে বাড়িয়ে দিলো ভালোবাসার হাত…!
দরিদ্র শিশুদের শিল্প সামগ্রী ( ড্রইং খাতা, পেন্সিল, রং পেন্সিল) হাতে তুলে দেওয়া হলো..
সাথে যুক্ত উপস্তিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী কল্যান মুখার্জী মহাশয় ও তার সহধর্মিণী শ্রীমতী অরুন্ধতী মুখার্জী সহয়াতা করলেন বিবাদী বাগ কলোনির সেক্রেটারি চঞ্চল মাইতি মহাশয়…!
এই দিন ছোট্ট শিশুদের মুখের অনাবিল আনন্দ আজ অভিব্যক্তি টিমের কাছে অনাবিল এক সুখের প্রাপ্তি..!
এভাবেই এগিয়ে যাক মানবতার সব উপাখ্যান..!
সৌগত রাণা কবিয়াল–
— কবি সাহিত্যিক ও প্রাবন্ধিক