চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা সাত দফা দাবিতে জেলাশাসকের কাছে রেপুটেশন।

0
179

আবদুল হাই,বাঁকুড়াঃ পেশাগত ও পরিকাঠামোগত উন্নতির দাবিতে আন্দোলনের দাবিতে আন্দোলনে নামলেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার সাত দফা দাবিতে জেলাশাসককে ডেপুটেশন দেন তারা।

আন্দোলনকারীদের দাবি, আমরা সুপার, কেয়ারটেকার, মেট্রন, কুক, হেল্পার, দারোয়ান সহ অন্যান্য পদে দীর্ঘদিন কাজ করছি। কিন্তু পারিশ্রমিক বাড়েনি। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের বেতন দু’হাজার টাকা বাড়ার কথা। অথচ আমরা তা পাইনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান, অথচ আবাসিকদের খাই খরচা বাড়েনি। ফলে সমস্যা বাড়ছে। চুক্তি ভিত্তিক কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধা ও ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তার দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।