নিশীথ গড়ে বিজেপিতে ভাঙন,২০টি পরিবার তৃণমূলে যোগদানের দাবি।

0
236

কোচবিহার, ২২ সেপ্টেম্বর: নিশীথ গড় বলে পরিচিত দিনহাটার ভেটাগুড়িতে ফের বিজেপিতে ভাঙন। গতকাল সন্ধ্যায় ভেটাগুড়ির কাশীগঞ্জ ঘাটপার এলাকায় তৃণমূল কংগ্রেসের বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে পথ সভায় বিজেপি ছেড়ে ২০ টি পরিবার জোড়া ফুল শিবিরে যোগ দেয় বলে দাবি করা হয়েছে। তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা ১(বি) ব্লক সভাপতি অনন্ত বর্মন।

ভেটাগুড়ি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি। তাই ভেটাগুড়ি নিশীথ গড় বলেই পরিচিত। এখনও বিজেপি শাক্তিশালি সংগঠন ওই এলাকায় রয়েছে বলেই দাবি করা হয়। সেখানে পঞ্চায়েত নির্বাচনের মুখে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনায় রাজনৈতিক ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

যদিও বিজেপি নেতৃত্ব ওই যোগদান নিয়ে চিন্তিত নয়। তাদের দাবি, তৃণমূল ভেতাগুড়িতে তাদের সংগঠন মজবুত করতে পারছে না বলেই নিজেদের লোককে দেখিয়ে যোগদানের গল্প ফেঁদেছে।