স্বর্ণদীপ এখন উত্তরবঙ্গে ভালোবাসার টানে।

0
243

২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতাঃ-স্বর্ণদীপ এখন উত্তরবঙ্গে ভালোবাসার টানে। এক সাদস্য এর কোথায়, মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে তাদের সেবার করার টানে আমরা পৌঁছে গেছি কোচবিহারে গ্রাম গঞ্জের বিভিন্ন এলাকায় ,বিনামূল্যে হেলথ ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির পরিষেবায়।

সহযোগিতায় ছিলেন, ভূমি চ্যারিটেবল ট্রাস্ট বিনামূল্যে ওষুধপ্রদান। বিনামূল্য ব্লাড সুগার ,ব্লাড প্রেসার। এছাড়াও কিছু বয়স্ক অসহায় মায়েদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
এখানে 300 জন মানুষের পরিষেবা দেওয়া হয়েছে
এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে একটাই কথা এরকম শিবির যেন বারবার উনাদের কাছে এইরকম শিবিরের আয়োজন করা যায় তার সুব্যবস্থার দাবি করেছেন। স্বর্ণদীপ টিম যথাযথ চেষ্টা করবে কথা রাখার জন্য আপনার এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে হেল্থ ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করতে পারে
সকলের সহযোগিতা একান্ত কাম্য। স্বর্ণদীপ টিম মানুষের সাথে মানুষের পাশে আপনি ও চাইলে সাধ্য মতো মানুষের পাশে থাকতে পারেন।