শেষ হলো বিনোদিনী নাট্য উৎসব ২০২২।

0
339

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং নদীয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় এবং রানাঘাট পুরসভার সহযোগিতায় গত ১৯শে সেপ্টেম্বর রানাঘাট নজরুল মঞ্চে শুরু হয়েছিল বিনোদিনী নাট্য উৎসব ২০২২। মিনার্ভা নাট্য চর্চা কেন্দ্রের প্রেসিডেন্সি বিভাগের এই নাট্য উৎসব ২৩শে সেপ্টেম্বর শেষ হলো। এই নাট্য উৎসবের শেষ দিনে রানাঘাট নজরুল মঞ্চে মঞ্চস্থ হয় দুটি নাটক। প্রথম নাটকটি ছিল ব্যারাকপুরের পারমিক নাট্যগোষ্ঠীর ফাঁস নাটকটি। দ্বিতীয় নাটকটি মধ্যস্থ হয় রানাঘাট
রঙ্গরূপ নাট্য গোষ্ঠীর ভরা থাক স্মৃতিসুধায় নাটকটি। শেষ দিনে দুটি নাটক দেখতে রানাঘাট নজরুল মঞ্চে ভিড় হয়েছিল নাট্যপিপাসু মানুষের। পাঁচ দিনের এই নাট্য উৎসব সামগ্রিকভাবে সফলতা অর্জন করেছে,এবং রানাঘাটের নাট্যপ্রেমী দর্শক খুশি হয়েছে বলে মত প্রকাশ করেন রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অঞ্জন মজুমদার।