জগন্নাথপুরের দুর্গাপুজো ভার্চুয়াল ভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে।

0
336

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতেগোনা আর মাত্র ৭ দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব! ইতিমধ্যেই নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি এবং মণ্ডপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। তবেই ব্যস্ততার মাঝে বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে। নতুন সাজে পূজোর আনন্দ উপভোগ করার লক্ষ্যে কেনাকাটাতে ব্যস্ত সকল বাঙালিরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের জগন্নাথপুর সর্বজনীন দুর্গোৎসব এই বছর ১৩ তম বর্ষে পদার্পণ করল। এই বছর দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হবে মন্ডপ। এই বছর তাদের বাজেট রয়েছে আনুমানিক ১৫ থেকে ১৭ লক্ষ টাকা। পুজোর কটা দিন থাকছে নানান সমাজ সেবক মূলক কর্মসূচি, পাশাপাশি মনোরঞ্জনের জন্য থাকছে পুজোর কটা দিন নানান সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন। তারই প্রস্তুতি এখন জোরকদমে। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার মহালয়ার দিন সন্ধ্যায় এই পুজো মণ্ডপ ভার্চুয়াল ভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তাই তার আগেই মন্ডপ তৈরির কাজ সম্পন্ন করতে ব্যস্ত মন্ডপশিল্পীরা। পুজো কমিটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক বিশ্বজৎ বড়দোলই জানিয়েছেন প্রত্যেক বছর এই পুজো বিশেষ স্থান অধিকার করেছে এলাকার মানুষের কাছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ সমাগম হয় এই পুজোর আনন্দ উপভোগ করতে।