আবদুল হাই, বাঁকুড়াঃ আজ যুব তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যানার ছাড়ায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লক যুব তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা চারটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদের সামিল হলো।
তারা পাম্পে পেট্রোল পেট্রোল, ডিজেল নিতে যাওয়া
কাস্টমারকে বোঝাচ্ছেন কেন্দ্র সরকার প্রত্যেক লিটার পেট্রোল এর পিছু ৫০ টাকা বর্ধিত দাম নিচ্ছে আর সেই টাকা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিশেষ পকেটে, যে পকেট আবার ভারতবর্ষের যে সকল রাজ্যে বিজেপি বিরোধী সরকার আছে তাদের বিধায়ক কিনে সরকার ভাঙ্গার খেলায় নিয়োগ করে।
এই ধরনের অভিযোগ এর আগেও বহুবার উঠেছে এবং বহু জায়গায় ক্ষোভ বিক্ষোভ , মিটিং মিছিল, প্রতিবাদ হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি এবং কেন্দ্র তার বর্ধিত মূল্য প্রত্যাহারৎকরেননি বলেই অভিযোগ জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের। এদিনের প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ব্যটব্যাল,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ চক্রবর্তী, জাকির খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা দলীয় ব্যানার ছাড়ায় পেট্রোল পাম্পে কর্মী সমর্থক নিয়ে জয়পুর ব্লক যুব তৃণমূলের...