দিল্লি – মালদা গামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকে মধ্যবয়স্ক এক মহিলার মৃতদেহ উদ্ধার করলো রেল পুলিশ।

0
182

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  দিল্লি – মালদা গামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকে মধ্যবয়স্ক এক মহিলার মৃতদেহ উদ্ধার করলো রেল পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনের ওই ট্রেনের সংরক্ষিত কামরায়। মৃত দেহটি উদ্ধারের পর তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে মালদা টাউন স্টেশনে জিআরপির কর্তারা। কি কারনে ওই মহিলার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম আমিনা বেওয়া (৫০)।  তার বাড়ি মালদার ইংরেজবাজার থানার লক্ষীপুর কাতলামারী এলাকায় । ওই মহিলার শশুর বাড়ি উত্তর প্রদেশ এলাকায় জানাজায়। এদিন উত্তর প্রদেশ থেকে ফারাক্কা এক্সপ্রেসের চেপে মালদায় বাবার বাড়ি আসছিলেন তিনি। মালদা ঢোকার মুহূর্তে হঠাৎ ট্রেনের মধ্যে তাকে মৃত অবস্থায় দেখতে পাই অন্যান্য যাত্রীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপিকে। মালদা টাউন স্টেশনের ট্রেনটি এসে পৌঁছালে রেল পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলার মৃত্যুর কথা জানিয়ে দেয়। 

মালদা টাউন জিআরপি সূত্রে জানা গিয়েছে,  মৃত মহিলার নাম জানা গেলেও তার বাড়ির সদস্যদের সঙ্গে এখনো যোগাযোগ করা যায় নি। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে এই মহিলার।