জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মহলায় উপলক্ষে আতশবাজির দোকানগুলোতে উপচে পড়ছে ভীড় ক্রেতাদের । বিভিন্ন ধরনেরবোমের সাথে এবার নতুন ধরনেরআতশবাজি এসেছে বাজারে ।যেমন হেলিকপ্টার আতিশবাজি।যেটি কিনতে ভীড় কচিকাঁচাদের সাথে সব বয়সের মানুষেদের।
করোনার জন্য ব্যবসায়ীরা গত দুই বছর ব্যবসা করতে পারিনি কিন্তু এই বছর আতশবাজি দোকানগুলিতে ভীড় চোখের পড়ার মতো ।এখন জলপাইগুড়ি দিনবাজারের আতশবাজি দোকান গুলির পুজোর উৎসবে মেতে উঠেছে।