রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয় এর শুভ উদ্বোধন।

0
258

বাঁকুড়া, আব্দুল হাই:-স্বামী বিবেকানন্দ বলেছেন,জীবে প্রেম করে যেই জন/ সেই জন সেবিছে ঈশ্বর।আর্থিক বৈষম্যের বেশ উপরের দিকেই আছে ভারতবর্ষে।
এদেশে যাদের অর্থ আছে তাদের প্রচুর আর যাদের নেই তাদের তো কিছুই নেই। এই চিত্রটা বিগত বেশ কয়েক বছরে আরো মারাত্মক আকার ধারণ করেছে আর সে কথাই বলছে বিভিন্ন সমীক্ষায়।
কঠিন পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী বাজার দর অতি সাধারন মানুষকে আরও কাবু করে দিয়েছে। খাদ্য সংকট, অর্থ সংকটে জর্জরিত অতি সাধারণ মানুষের জীবনধারণ এক প্রকার অসম্ভব কাজ হয়ে উঠেছে সেখানে রোগের চিকিৎসা অনেক সময় বাতুলতা মনে হয় তাদের। এমতাবস্থায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সোমসার রামকৃষ্ণ মিশন এগিয়ে এলেন সেই সব রোগীদের চিকিৎসার জন্য যারা বিনা চিকিৎসায় প্রায় দিনের পর দিন শয্যাশায়ী। করোনা কালে বন্ধ ছিল এই দাতব্য চিকিৎসালয়। পুনরায় রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয় শুরু হল। অসহায় মানুষদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা সহ অন্যান্য রোগের চিকিৎসা করেন কলকাতা ও বর্ধমান শহরের সু চিকিৎসকগণ এবং বিনামূল্যে ঔষধ দেন।জানা গেছে প্রতি মাসের চতুর্থ শনিবার বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা হবে। রামকৃষ্ণ মিশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ থেকে বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সোমসার রামকৃষ্ণ মিশনের স্বামীজি, বিশিষ্ট সমাজসেবী সেখ হামিদ, নিমাই মহন্ত, মোল্লা নাসের আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।