পূঃ বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আশ্বিনের এই দিনগুলিতে মনটা গাইতে চায়,
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমঃস্তসৈ নমঃস্তসৈ নমঃস্তসৈ নম নমহঃ।
বছর ঘুরে আবার চলে এলো বাঙালির সবথেকে বড় উৎসব দূর্গাপূজা । আর দুর্গাপূজা মানেই প্রতিটি বাঙালির কাছে যেন আলাদাই এক আবেগ । পাঁচদিন শুধু ঘোরাঘুরি, আনন্দ, আর খাওয়া দাওয়া । সেই সাথে অবশ্যই পূজো পরিক্রমা । আজ মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় পুজোর দিন গোনা। বর্ধমান শহরে অন্যতম পুজো গুলোর মধ্যে থান করে নিয়েছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। ৪১তম বর্ষে তাদের থিম ‘আমেরিকার আদীম মানবের ভক্তি-নারী শক্তি’। প্রাকৃতিক উপাদানে সাজানো এই বছরের দুর্গাপুজোয় যে থিমের আয়োজন তাঁরা করেছেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পূজা মন্ডপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে আজ ভার্চুয়ালি তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ এই পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক রাসবিহারী হালদার,বর্ধমান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন মন্ডল। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক রাসবিহারী হালদার বলেন, এবছর আমাদের পুজোর থিম আমেরিকার আদি মানবের ভক্তি ও নারী শক্তি। এ বছর আমাদের পূজোর বাজেট ২০ লক্ষ টাকা। আমরা আশা রাখছি প্রতিবছরের ন্যায় এ বছরও প্রচুর সংখ্যক মানুষ আমাদের এই চিন্তাভাবনায় সেজে ওঠা পূজো মণ্ডপ দেখতে আসবেন।