মহালয়ার পূণ্যতিথিতে দুঃস্থ শিশুদের বস্ত্রদান।

0
2419

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- নিতুরিয়া নামো সালতোড় বিবেকানন্দ বিদ্যা আশ্রমের পক্ষ থেকে রবিবার এলাকার ১০১জন শিশু কে শুভ মহালয়ার দিন বস্ত্র দান করা হয়। শিশুকে দুপুরের খাবার খাওয়ার পর সকল কে নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সালতোড় বিদ্যা আশ্রমের শিক্ষিকা মিনা প্রসাদ ঠাকুরের উদোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শান্তি ভূষন যাদব বিশিষ্ট সমাজ সেবি কাজল পুইতন্ডি, নবনী চক্রবতি, শিক্ষক অবিনাশ মাহাত, সমীর গরাই শিপ্রা সরকার সাংবাদিক শান্তি গুরু প্রমুখ।উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা শিশু দের বস্ত্র বিতরণ ও নিজের হাতে শিশুদের খাবার পরিবেশন করেন।