নিজস্ব সংবাদদাতা, মালদা,২৫ সেপ্টেম্বর : মহালয়ার ভোরে পিতৃ তর্পণ করতে হাজারো পুন্যার্থীর ভিড় রামকৃষ্ণ মিশন ঘাটে।
নিরাপত্তার জন্য রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে স্পিডবোট নিয়ে নজরদারি চালায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
করোণা পরিস্থিতির জন্য গত দুই বছর বিধি নিষেধ ছিল তর্পণেও। এ বছর নেই বিধি নিষেধ। তাই রবিবার ভোর থেকে হাজারো পুন্যার্থীর ভিড় জমে রামকৃষ্ণ মিশন ঘাটে।আজ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু। আকাশে বাতাসে পুজোর গন্ধ।মালদহের বিভিন্ন ঘাটগুলিতে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ।এদিন গঙ্গা জলে মন্ত্রোচ্চারণ করে প্রয়াত পিতৃপুরুষকে তুষ্ট করতে চান সবাই।ভোর থেকে ভীর নদীর ঘাটে।