মনিরুল হক, কোচবিহার: পুলিশের উদ্যোগে বীর চিলা রায় মেমোরিয়াল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মাথাভাঙায়। আজ সকালে মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর থেকে মাথাভাঙ্গা থানা পর্যন্ত ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়য়। ওই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৮৫ জন এবং মহিলা বিভাগে ২৩ জন অংশ গ্রহণ করেন। এদিন দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরা, মাথাভাঙ্গার এসডিপিও সুরজিৎ মন্ডল, আই সি ভাস্কর প্রধান, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিরুল হোসেন, মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি পরেশ অধিকারী সহ আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। ওই দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। ওই দিন সকাল ৬ টায় ১০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শেষ হবে পুলিশ লাইন মাঠে।
এর জন্য ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় ওই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রত্যেক থানা থেকে প্রথম পাঁচ জন পুরুষ এবং প্রথম দুজন মহিলাকে নির্বাচিত করে জেলায় পাঠানো হবে। ওই প্রতিযোগীরা জেলা পর্যায়ের খেলায় অংশ নিতে পারবেন। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারী দেওয়া স্মারক, সার্টিফিকেট এবং ২১ হাজার টাকা নগদ মুল্য। দ্বিতীয় স্থান দখলকারীকে দেওয়া হবে স্মারক সার্টিফিকেট এবং ১৫ হাজার টাকা নগদ এবং তৃতীয় স্থান দখলকারী স্মারক, সার্টিফিকেট এবং ১০ হাজার টাকা নগদ রাশি দেওয়া হবে বলে জেলা পুলিশ সুত্রে জানা যায়।