২৫সেপ্টেম্বর মহালয়ার দিন রানাঘাট দক্ষিণের বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণ করলেন শ্রদ্ধালুরা।

0
505

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২৫সেপ্টেম্বর মহালয়ার দিন রানাঘাট দক্ষিণের বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণ করলেন শ্রদ্ধালুরা। রানাঘাট দক্ষিণের ঘাটে ঘাটে তর্পণ সারেন বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষ। তর্পনের মাধ্যমে পূর্বপুরুষদের বিদেহী আত্মাকে পিতৃলোক থেকে আরও উত্তম লোকের স্থিত করার রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। তর্পনের অন্তর কথা হলো তৃপ্তি দান হিন্দু মনে বিশ্বাস স্বাস্থ্য কথা মতে পরলোকগত প্রিয়জনের আত্মার তৃপ্তি দানে জলদানের রীতিতেই লুকিয়ে তর্পনের প্রাথমিক তত্ত্ব।