অভিনব আলোর রোশনাইয়ের শিল্প নৈপুণ্য দেখা যাবে ফালাকাটার মুক্তিপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে।

0
288

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলোয় ভাসবে পুজো মণ্ডপ। মণ্ডপ থেকে বের হবে আলোর ছটা। বাহারি আলো গায়ে পড়ার পর মণ্ডপে দর্শনার্থীরা নিজেদের চিনতে পারবেন না। সাইকেলের যন্ত্রাংশ, বাঁশ ও কাপড় দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। আরও চমক আছে। মেকানিক্যাল আর্টে গিয়ার ও মোটরের কারসাজিতে দর্শকরা দেখতে পাবেন মুভিং বা সচল মণ্ডপ। অর্থাৎ দর্শকরা ঠাকুর দেখার সময় পুজো মণ্ডপের বিভিন্ন অংশ ঘুরতে দেখবেন। অভিনব আলোর রোশনাইয়ের শিল্প নৈপুণ্য দেখা যাবে ফালাকাটার মুক্তিপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে। উদ্যোক্তাদের দাবি, আল্ট্রা ভায়োলেট আলোর রোশনাই উত্তরবঙ্গে এই প্রথম দেখা যাবে তাঁদের পুজো মণ্ডপে।  কলকাতার মণ্ডপ শিল্পী শিবশঙ্কর দাসের ভাবনায় এই মণ্ডপ তৈরি হচ্ছে। মুক্তিপাড়া ক্লাবের সম্পাদক অভিজিৎ রায় বলেন, আমাদের পুজো মণ্ডপের থিম ‘আলোর রোশনাই।’ আমাদের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে সাইকেলের যন্ত্রাংশ, বাঁশ ও কাপড় দিয়ে। মণ্ডপের আলোর রোশনাইয়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিমায় ব্যবহার করা হচ্ছে অসংখ্য রং। দর্শকরা যা দেখলে অভিভূত হবেন।