কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পাড়ায় সমাধান প্রকল্পের কাজ করে টাকা না বিডিও অফিসের গেটে তালা মেরে বিক্ষোভে নামল ঠিকাদাররা। আজ মাথাভাঙা ১ নম্বর ব্লক অফিসের গেটে তালা দিয়ে ওই বিক্ষোভ দেখানো হয়। প্রায় দু বছর হতে চলল পশ্চিমবঙ্গ সরকারের পাড়ায় সমাধান প্রকল্পের কাজে ঠিকাদারদের তিন কোটি টাকা না মেটানোর অভিযোগ উঠেছে মাথাভাঙা ব্লক প্রশাসনের বিরুদ্ধে। পূজার আগেই ওই টাকা না মেটালে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঠিকাদাররা কার্যত হুশিয়ারি দিয়েছেন।
মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক ঠিকাদার ইউনিয়নের সম্পাদক পরিমল বর্মন ও কার্যনির্বাহী কমিটির সদস্য সমীরণ সরকার বলেন, পাড়ার সমাধান প্রকল্প সহ স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের দিয়ে কাজ করান হয়েছে। দুবছর হতে চলল সেই কাজের তিন কোটি টাকা বকেয়া রয়েছে। কিন্তু ব্লক প্রশাসন তা মেটাচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দলনের পথ বেছে নিয়েছে ঠিকাদাররা। ওই বকেয়া মিল মেটাতে ঠিকাদাররা মহকুমা শাসক ও জেলাশাসকের হস্তকের দাবি করেছেন। এ বিষয়ে মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা কোন মন্তব্য করতে চাননি। মাথাভাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মনেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ঠিকাদার সংগঠন।