বাঁকুড়ার শালতোড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি।

0
291

সুদীপ সেন, বাঁকুড়া:- পরিবেশ কে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নিজেকে যেমন সুস্থ রাখা যায় তেমনি পরিবেশ কেও বাঁচিয়ে রাখা যায়।

এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে নিরন্তর প্রচার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।

সেই কর্মসূচিকে সফল করতে বাঁকুড়ার শালতোড়া ব্লকের পক্ষ থেকে সরকারি নির্দেশ মতো ১৫ সেপ্টেম্বর থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার ব্লকের আট টি পঞ্চায়েতের অঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগীদের নিয়ে ব্লক লেভেল অঙ্কন প্রতিযোগিতা হলো।

প্রত্যেক প্রতিযোগীর হাতে পুরস্কার এবং একটি করে মেহেগণী গাছ প্রদান করা হয়।

এরপর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও মিলন মালাকার , শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ এবং ,ব্লকের বিভিন্ন আধিকারিক বৃন্দ।

অনুষ্ঠানে বিডিও, জয়েন্ট বিডিও, সভাপতি সকলে ডেঙ্গি, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে বার্তা দেন।