বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাগনের উদ্যোগে সোমবার কস্তুরিয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান ও রক্তদান শিবির।

0
266

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাগনের উদ্যোগে সোমবার কস্তুরিয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান ও রক্তদান শিবির।এদিন ১৫ জন অবসর প্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও ১৩৯ জন নবীন শিক্ষককে বরণ করে নেওয়া হয় বলে জানা যায়।সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এদিন ৬০ জন শিক্ষক রক্তদান শিবিরে রক্তদান করেন বলে খবর।

তুলসীহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাসুদ করিম আনসারী জানান,করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর ধরে কোনো সংবর্ধনা অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠান হয়নি।চক্রের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাগনের উদ্যোগে আজকের এই আয়োজন।
এদিন ১৫ জন অবসর প্রাপ্ত শিক্ষকের হাতে ফুলের তোড়া,মানপত্র,ছাতা ও কাঁসার থালা তুলে দেওয়া হয়।আর ৬০ রক্তদাতা শিক্ষককে সার্টিফিকেট প্রদান করা হয়।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ও
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সভাপতি মোশারফ হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।