দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাংলা বর্ণের অক্ষরজ্ঞানের সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয়েছে ‘দয়ার সাগর’ বিদ্যাসাগরের সৃষ্টি বর্ণপরিচয়ের হাত ধরেই। আজ, ২৬ সেপ্টেম্বর বিভিন্ন বিদ্যালয়ে পালিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তিনি ছিলেন উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। বিদ্যার সাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণার সাগর সব বিশেষণই তাঁর ক্ষেত্রে যথাযথ। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হল। এদিন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়ব্রত ওঝা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পাশাপাশি ১৫ দিন ধরে চলা নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচিও পালন করা হল। আজ ছিল বিদ্যালয়ে প্রদর্শনী দিবস। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক অঙ্কন করে। এই অঙ্কনের মাধ্যমে সমাজকে সচেতন করা হয়েছে। তাছাড়াও বর্তমানে শিশুদের কী ভাবে সচেতন থাকতে হবে সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে একাধিক প্লাকার্ডে লিখে বোঝানো হল। পন্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়ব্রত ওঝা জানান, আজ বিদ্যাসাগরের জন্মদিন পালন করছি আমরা। পাশাপাশি নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচি পালন করছি। শিশুদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হচ্ছে। যেমন স্বচ্ছতা দিবস, সচেতনতা দিবস, প্লাস্টিকমুক্ত , বৃক্ষরোপণ প্রভৃতি বিষয়ে।