দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ সোমবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের অন্তর্গত বেলসাড়া গ্রামে মণ্ডল পরিবারের লক্ষ্মী মন্দিরের উদ্বোধন করা হল। আজ ফিতে কেটে এই মন্দিরের উদ্বোধন করলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। এদিন প্রথমে ঢাক ঢোল সহযোগে স্থানীয় নদী থেকে মহিলারা ঘটে করে জল নিয়ে আসেন মন্দিরে। তারপর মন্দিরের উদ্বোধন করা হল। নবনির্মিত মা লক্ষ্মীর মন্দির উদ্বোধন উপলক্ষে আজ হোমযজ্ঞ, নামগান, সংকীর্তন হয়। তাছাড়াও আজ প্রায় ৪০০ জন ভক্তকে পাতপেড়ে প্রসাদ খাওয়ানো হল। মণ্ডল পরিবারের সদস্য স্বপন মণ্ডল জানান, আমার বাবা স্বর্গীয় হারাধন মণ্ডল দীর্ঘ ৫২ বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে একটি লক্ষ্মী মন্দির করব। কারন তিনি মা লক্ষ্মীর মতো একটি কন্যা সন্তান চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হইনি তাই তিনি মন্দির তৈরিতে উদ্যোগী হোন। তিনি আরও জানান, এই গ্রামে শুধুমাত্র আমাদেরই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হত জাঁকজমক পূর্ণ ভাবে। গোটা গ্রামের মানুষজন আসতেন। তাই ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ মণ্ডল পরিবারের পক্ষ থেকে এই মন্দির তৈরি করা হল। মণ্ডল পরিবারের সদস্য স্বপন মণ্ডল, বিকাশ মণ্ডল, প্রভাত মণ্ডল, অসিত পাল সহ গ্রামের বাসিন্দাদের উপস্থিতিতে মন্দিরের পুজো সম্পন্ন হল।