সিমেন্ট কারখানায় উড়লো তৃণমূল স্টেট্ ওয়ার্কার্স ইউনিয়নের পতাকা

0
193

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- সিমেন্ট কারখানায় উড়লো তৃণমূল স্টেট্ ওয়ার্কার্স ইউনিয়নের পতাকা, কে রাজেশ লাকরা জানিনা, বললেন সংগঠনের রাজ্য সভাপতি।
সোমবার জলপাইগুড়ি শহর লাগয়া একটি সিমেন্ট কারখানায় শ্রমিকদের নিয়ে গঠিত হলো তৃণমূল স্টেট্ ওয়ার্কার্স ইউনিয়নের শাখা কমিটি।
এদিন সংগঠনের রাজ্য সভাপতি স্বপন সরকার বলেন, এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে তৃণমূল দলের বিভিন্ন জনো প্রতিনিধিরা এই সেমেন্ট কারখানা স্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলো, আজ সেই সব জনপ্রতিনিধি এবং কারখানায় কর্মরত শ্রমিক দের নিয়ে তৃণমূল স্টেট্ ওয়ার্কার্স ইউনিয়নের ইউনিট এই কারখানায় গঠিত হলো। এর আগে কে বা কারা এখানে এসে কর্তৃপক্ষকে চমকে গিয়েছে তাদের জানিনা, আজ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক কারখানা একটি ইউনিয়ন এই নীতিতেই এখানে সংগঠনের শাখা কাজ শুরু করলো।

অপরদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের এক সদস্য ক্ষোভের সঙ্গে বলেন, অনেকে এখানে এসে ধমকায় চমকায় চলে যাচ্ছে, আজ থেকে আমরা তাদের সাবধান করে দিতে চাই।