পঃ বর্ধমান, নিজস্ব সংবাদদাত- ২৬শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনটিকে বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে পালন করল। এই উপলক্ষ্যে দুর্গাপুরের সুরেন চন্দ্র মডার্ন স্কুলে আয়োজিত সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যসেবী তথা রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক ডঃ সুশীল ভট্টাচার্য্য, বিশিষ্ট কবি রাজীব ঘাঁটি, বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য করবী রায়, সম্রাট কর, বাংলা পক্ষ দুর্গাপুর পূর্ব সম্পাদক অর্ক বন্দ্যোপাধ্যায়, তন্ময় প্রামাণিক, অর্পণ গুঁই সহ অন্যান্য জেলা নেতৃত্ব। দিনটিতে বাংলা পক্ষ শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য জেলায় জেলায় বিশিষ্ট ব্যক্তিদের ‘বিদ্যাসাগর জাতীয় শিক্ষক’ সম্মানে সম্মানিত করে।
এ বার পশ্চিম বর্ধমান জেলায় এই সম্মান পেলেন সুরেন চন্দ্র মডার্ন স্কুলের প্রতিষ্ঠাতা সুশান্ত পোদ্দার। তার হাতে পুরষ্কার তুলে দিলেন বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য করবী রায় ও সম্রাট কর। ডঃ সুশীল ভট্টাচার্য্য বাবুর হাতে সাম্মানিক স্মারক তুলে দেন দুর্গাপুর পূর্ব বিধানসভা সম্পাদক অর্ক বন্দ্যপাধ্যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালির চোখে আদর্শ শিক্ষক বিদ্যাসাগর ছাড়া কেউ নয়। বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে এই দিনটিকেই ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে পালন করে আসছে, এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে এই দিনের সরকারি স্বীকৃতির জন্য। বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর বলেন, শিল্পাঞ্চলে বাঙালি ক্রমশ কোণঠাসা। তাই বিদ্যাসাগরের জাতির অধিকার সুনিশ্চিত করতে বাঙালিকে একজোট হতে হবে।