প্রচেষ্টার উদ্যোগে দুর্গাপুজোর প্রাক্কালে বস্ত্র বিতরণ।

0
413

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- মানব সেবা করাই হচ্ছে প্রকৃত সেবা। আর এই মানব সেবার ব্রত নিয়ে দীর্ঘ তিন বছর ধরে কাজ করে যাচ্ছে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। আর হাতে মাত্র কয়েকটা দিন। তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই দুর্গাপুজোর প্রাক্কালে গরিব ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো প্রচেষ্টা পরিবার। আজ দুবরাজপুরের মাদৃক সংঘের মুক্ত মঞ্চে দুবরাজপুর শহর ও ব্লকের প্রায় ১২ টি গ্রামের দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হল। গত বছর এই সংস্থার সদস্যরা প্রায় ৪ হাজার মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলেন। কিন্তু এ বছর প্রায় ৪৫০০ মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই সংস্থার সদস্যরা শুধু যে বস্ত্র বিতরণ করে তা নয়, সারা বছর নানান সামাজিক কাজে যুক্ত থাকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, কাউন্সিলর মানিক মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।