আব্দুল হাই, বাঁকুড়াঃ – হাতে গোনা কয়েকটা দিন। তারপর আপামর বাঙালি দুর্গোৎসবে মেতে উঠবে। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরও আজও অবহেলিত থেকে গেছে। সেইসব অবহেলিত অসহায় মায়েদের পাশে দাড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন বিষ্ণুপুর মল্লভূম প্রয়াসের কর্মীরা। আজ মঙ্গলবার
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে বিভিন্ন গ্রামের অসহায় দুঃস্থ দীন দরিদ্র মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন তারা । পুজোর আগেই নতুন বস্ত্র পেয়ে দারুণ খুশি মায়েরা। মল্লভূম প্রয়াসের এই উদ্যোগকে আমরাও কুর্নিশ জানাই ।
এলাকার মায়েরা বলেন, কাজ নেই আর্থিক অনটনের মধ্যে রয়েছি তার ওপর সামনে পুজো এখান থেকে নতুন বস্ত্র পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত । মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোয় মল্লভূম প্রয়াসের মূল উদ্দেশ্য।আর সেই লক্ষ্যেই কর্মীরা জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিন রাত ছুটে চলেছেন।