সোমবার রাতে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় সর্বজয়ী ক্লাবের পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন।

0
426

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৭ সেপ্টেম্বর : সোমবার রাতে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় সর্বজয়ী ক্লাবের পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন।
ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জলন করে পূজা মন্ডপের উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নীতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ স্থানীয় কাউন্সিলর ও ক্লাব কর্তারা।
এবছর ক্লাবের পুজো ৪৬ বছরে পা দিয়েছে। পুজোর থিম ব্রুজ খলিফা।
প্রতিবছর নতুনত্ব থিম তৈরি করে দর্শনার্থীদের চমক দেয় সর্বজয়ী ক্লাব। গত দুই বছর করোনা আবহে বড় থিম করতে পারেননি তারা।
এবছর তাদের থিম ব্রুজ খলিফা। তাদের আশা এ বছরও মানুষের মন কারবে এই থিম।