নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির হানায় ক্ষতিগ্রস্থ একটি পরিবারের দুটি ঘর। জানা গিয়েছে মঙ্গলবার ভোর রাতে মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গল থেকে বেরিয়ে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালকুমার এলাকায় হানা দেয় দুটি বুনো হাতি।প্রায় ঘণ্টা দুয়েক এক প্রকার তাণ্ডব চালায় হাতি দুটি। ভেঙে তছনচ করে দেয় সংশ্লিষ্ট এলাকার আদল সিং কার্জীর রান্নাঘর ও শোবার ঘর।খেয়ে সাবার করে দেয় ঘরে মজুত রাখা খাদ্য সামগ্রী।হতদরিদ্র আদল সিং কার্জীর দুটি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি।বন দপ্তর সুত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।