নন্দকুমারের মণসন্তোষ মিড ডে মিলে ইলিশের ব্যবস্থা করলেন শিক্ষক-শিক্ষিকারা।

0
385

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মণসন্তোষ বেসিক স্কুলের সাত জন শিক্ষক শিক্ষিকা রা। নিজেদের বেতনের টাকা থেকে চাঁদা তুলে ১৮৫ জন ছাত্র ছাত্রীকে মিড ডে মিলে ইলিশ মাছ খাওয়ালেন বুধবার। ১৫ কেজি ইলিশমাছ ১৫০০০/ টাকা দিয়ে কিনে বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের ইলিশ খাওয়ালেন শিক্ষক-শিক্ষিকারা । শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগে বেজায় খুশি ছাত্রছাত্রীরা।২০১৫ সালে এই বিদ্যালয় নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে। শিশু শ্রেণী থেকে চথূর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশুনো করানো হয়। স্কুলে কম্পিউটার ক্লাস ও করানো হয়।