দক্ষিণ চব্বিশ পরগনা, সব খবর ডেস্ক:- আমাদের পৃথিবীর একটি বিশেষ সংখ্যা শিশু সবসময় দারিদ্রসীমার অভিশাপে মানবেতর জীবনযাপন করে, সমাজের এ সকল মানুষের পাশে কিছু মানুষ ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে দারিদ্রের অভিশাপ মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে অবদান রাখার পবিত্র প্রচেষ্টা করে যায়…!
‘পিয়ালি সহযোগী সেবা সমিতি’.., যারা ক্যনিং লাইনের জীবন তলা থানার অন্তর্ভুক্ত পিয়ালি ষ্টেশন এলাকায় তেমনই এক অসাধারণ মানবিক দায়বদ্ধতার প্রতিরুপ দিতে আয়োজন করে আসছে সাপ্তাহিক অন্ন সেবা প্রকল্প.. যার মাধ্যমে সেই যায়গার অর্থনৈতিক মানদণ্ডে পিছিয়ে পড়া কিছু প্রজাপতি দরিদ্র নারী ম শিশুদের মুখে হাসি ফুঁটছে সপ্তাহান্তে ছুটির দিনে…!
২০১০ থেকে দীর্ঘ ১২ বছর যাবৎ সমাজের মানবিক সেবার ব্রতে আলোকিত কিছু নবীন প্রবীণদের উদ্যোগে পিয়ালিতে এই অসাধারণ মানবিক কাজটি করে আসছে পিয়ালি সহযোগী সেবা সমিতি…! কোভিড সময়ে এলাকার দরিদ্র মানুষের পাশে দিন রাত ভালোবাসার হাত বাড়িয়ে ইতিমধ্যে সংগঠনটি ব্যপক জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় সাধারণ মানুষের কাছে..!
সামাজিক উন্নয়ন মূলক এই প্রতিষ্ঠানটির বর্তমান যুগ্ন সভাপতি — পরাণ মাঝি, সৌরেন্দ্র নাথ মণ্ডল, যুগ্ম সহ সভাপতি উৎপল দাস ও সুকুমার দাস, সম্পাদক বিধান মণ্ডল, যুগ্ম সহ সম্পাদক রঞ্জন হালদার ও তুহীন পতি, কোষাধ্যক্ষ দীপালী মন্ডল,উপদেষ্টা বাবন দাসগুপ্ত সহ স্থানীয় কিছু উদ্যোগী তরুণ যুবকের আন্তরিক প্রচেষ্টায় উক্ত অঞ্চলের দরীদ্র মানুষের কাছে পিয়ালি সহযোগী সেবা সমিতি একটি ভালোবাসার নাম…আশ্বাসের নাম..ভরসার নাম…!
গত রবিবার ২৫শে সেপ্টেম্বর মহালয়ার দিনে ‘পিয়ালি সহযোগী সেবা সমিতি’ এর সাপ্তাহিক অন্ন দান আয়োজনে অপরাহ্নের এই অন্ন সেবায় খাবার তুলে দেয়া হয় ক্যনিং এলাকার দরিদ্র বাসিন্দাদের হাতে…! সামাজিক মান উন্নয়নে পিয়ালি সহযোগী সেবা সমিতি গুরুত্বপূর্ণ এই ভূমিকা বর্তমান তরুনদের সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়ার জন্য যুব সমাজকে অনুপ্রাণিত করবে..!
সময় তার নিজের গতিতে প্রবাহিত হয়…সেই প্রবাহতে সভ্যতা ক্রমশ পরিনত হয়ে ওঠে মানুষের শুভ কর্মের মাধ্যমে.. পিয়ালি সহযোগী সেবা সমিতির মতন এমন করে বাংলার যুবারা এগিয়ে এসে হাল ধরবে সমাজের ক্ষত অংশের.. দারিদ্র্যতাকে যত্ন করে সারিয়ে তুলে দেশকে মুক্ত করবে দারিদ্র্য নাম এই ভয়াবহ ক্ষত থেকে.. সেই প্রত্যাশাই করি…! জয় হোক সকল শুভ কর্মের..!
সৌগত রাণা কবিয়াল–
— কবি সাহিত্যিক ও প্রাবন্ধিক