আরোহী সাঁকরাইল ব্লকের সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে হয়ে গেল বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

0
189

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: দুর্গাপূজার ঢাকের বাদ্দি বাজতে শুরু করেছে সেই মহালয়া শুরু থেকে। শরতের আকাশে পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে আপন খেয়ালে। জানান দিচ্ছে মা দুর্গা স্বর্গে থেকে মর্তে আসছেন ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে। থাকবেন মাত্র ৫ দিন। এই ৫ দিনই যেন সারা বছরের আনন্দ চেটেপুটে উপভোগ করার জন্য আপামর বাঙালি হৃদয় যেন উৎসবের আনন্দে বুঁদ হয়ে থাকে। এই উৎসব আনন্দকে উজ্জ্বল রাখতে উৎসব আনন্দের মুহূর্তে দুঃস্থ ব্যক্তিদের মুখে এক চিলতে হাসি ফোটাতে অগ্রণ্য ভূমিকায় হিসেবে এগিয়ে এলেন আরোহী সমাজ সেবা সংগঠনের কর্মীবৃন্দরা । আরোহীর পক্ষ থেকে হয়ে গেলে বস্তু বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন যুগ্ন-বিধায়ক প্রিয়া পাল এবং নন্দিতা চৌধুরী। এছাড়াও অরুপেশ ভট্টাচার্য, নাসিমা কাজী, তপন পাল, জয়ন্ত পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বস্ত্র বিতরণের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাঁকরাইল চাঁপাতলায়।