এক পরিবারের পাঁচ সদস্য মানসিক ভারসাম্য, খোঁজ নিতে আসল জলপাইগুড়ি জেলা পরিষদ।

0
243

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এক পরিবারের পাঁচ সদস্য মানসিক ভারসাম্য । খোঁজ নিতে আসল জলপাইগুড়ি জেলা পরিষদ।পাশাপাশি সাহায্যর হাত বাড়িয়ে দিল ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। দেবনগর সংলগ্ন এলাকায় বসবাস করেন অসহায় ছায়া পাশি। তার পাঁচ ছেলের মানসিক ভারসাম্য রোগ নিয়ে বসবাস করেন। দেখাশোনার কেউ নেই।কাজ ও নেই।স়ংসার চালানোর মতন কোন ধরনের রোজগার নেই ।কোনমতে এলাকার বাসিন্দা দের সাহায্য নিয়ে ভারসাম্য হীন ছেলেদের নিয়ে বসবাস করছেন।এদের পাশে আজ দাঁড়ালো জলপাইগুড়ি জেলা পরিষদ।সাথে ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ্ট ওয়েলফেয়ার এর সদস্যরা সেই পরিবারের পাশে থেকে তাদের বেশ কয়েক দিনের খাদ্য সামগ্রীর সাথে সাথে জামাকাপড়, তোশক , ইত্যাদি তুলে দেয়। পাশাপাশি জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ বলেন এই পরিবারের পাশে থাকব এবং সরকারী উদ্যোগে তাদের যা করনীয় তা করব।