নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় মুখে হাসি ফুটেছে রানাঘাট হিজুলীর ঋষিপাড়ার ঢাকীদের। রানাঘাটের হিজুলি ঋষিপাড়া ঢাকী পাড়া নামেই খ্যাত। বিগতদিনে এই ঋষিপাড়ার ঢাকীরা দুর্গা পুজোর সময় ঢাক বাজাতে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। কিন্তু দু’বছর করোনার জন্য তারা কোথাও যেতে পারিনি। যার ফলে অর্থ রোজগার হয়নি। এবার পরিস্থিতি স্বাভাবিক ঢাকীরা দুর্গা পুজোয় ঢাক বাজাতে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যের। তারা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আট জনের একটি দল। অন্যান্য ঢাকিরাও যাচ্ছে বিভিন্ন জায়গায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় মুখে হাসি ফুটেছে রানাঘাট হিজুলীর ঋষিপাড়ার ঢাকীদের।