ক্রমশই শক্তি বাড়ছে রাজ্য সরকারের তুঘলকি নির্দেশে স্কুলের পোশাক নীল সাদা করার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের।

0
239

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ক্রমশই শক্তি বাড়ছে রাজ্য সরকারের তুঘলকি নির্দেশে স্কুলের পোশাক নীল সাদা করার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের। ডি আই, অফিস অভিযান এস এফ আইয়ের।

শুরু হয়ে ছিলো ছোটো করে তবে যতই দিন গড়াচ্ছে ছাত্র সমাজ জোটবদ্ধ হচ্ছে,
রাজ্য সরকারের নীল সাদা পোশাক বিতরণনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে রীতিমতো পথে নেমে সব স্কুলে নীল সাদা রং এবং ঐতিহ্যবাহী স্কুলের নিজেস্ব লোগো পাল্টে বিশ্ব বাংলা লোগো চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।
এই আন্দোলন প্রসঙ্গে এস এফ আইয়ের জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ বলেন, যখন ছাত্র সমাজ এই তুঘলকি নির্দেশের বিরুদ্ধে পথে নেমেছে, তখন রাজ্য সরকার স্কুলে পুলিশ দার করিয়ে জোর করে নীল সাদা পোশাক নিতে বাধ্য করছে, আজ তারই বিরুদ্ধে এই ডি আই অফিস অভিযান।