তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে সমিতি – অভিযান নিতুরিয়ায়।

0
2362

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা: বুধবার থেকে পুরুলিয়া জেলার কুড়িটি ব্লকে পঞ্চায়েত অভিযান শুরু করেছে সিপিএম। তাদের দাবী নভেম্বরে গ্রাম সংসদের সভা ডেকে পঞ্চায়েতকে হিসাব দিতে হবে।১০০দিনের কাজে যন্ত্র ব্যবহার করা চলবে না, বেশি শ্রম দিবস সৃষ্টি করতে হবে।সাধারণ মানুষের এমন দাবীতে পুরুলিয়ার কুড়িটি পঞ্চায়েত সমিতিতে দু’ দিনের পঞ্চায়েত সমিতি অভিযান কর্মসূচী নিয়েছে ।সিপিএমের তরুন তুর্কীরা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এবার সিপিএম জেলার বিরোধী পরিসর দখল করবে সভায় লোকজনের উপস্থিতি দেখে মনে করছে রাজনৈতিক মহল।তবে তৃণমূল এতে গুরুত্ব দিতে রাজী নয়।জেলা নেতাদের বক্তব্য ওদের সঙ্গে জনগন নেই।সমিতি অভিযানে গুটি কয়েক মানুষ। অভিযানের দ্বিতীয় দিনে নিতুরিয়া ব্লকের গোবাগ বাসস্ট্যান্ডে অভিযান সভায় সায়ন ব্যানার্জি তৃনমূলকে চ্যাঁছাছোলা ভাষায় আক্রমন করে বলে মমতা ব্যানার্জি চোখের ঘুম কেড়ে নিয়েছে চোর ধরো জেল ভোরো আন্দোলন। পঞ্চায়েত ভোটে কেউ যদি কোন অনিয়ম করতে আসবেন তাদের আমরা ছাড়বোনা।তাদের জায়গা হবে পার্থ,অনুব্রতের,সঙ্গে।