দুঃস্থ শিশু ও বয়স্ক মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দিল ‘জটেশ্বর এডুকেশন সেন্টার ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

0
263

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুর্গাপূজার উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। দুঃস্থ শিশু ও বয়স্ক মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দিল ‘জটেশ্বর এডুকেশন সেন্টার ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।পুজো মানেই শরতের আকাশে কাশের দোলা! আর সেই দোলায় যদি এই মানুষ গুলির মুখে হাসি ফোটানো যায় তাহলে ক্ষতি কি? যাঁদের কাছে নতুন জামা-কাপড় বিলাসিতা! সেই সব মানুষের পাশে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। ‘মানুষ হয়ে মানুষের পাশে’ এসে দাঁড়ানোয় সংস্থার মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই ‘জটেশ্বর এডুকেশন সেন্টার ফাউন্ডেশন’-র সদস্যরা ছুটে যায় বিভিন্ন চা বাগান এলাকায়। ইতিমধ্যে সরুগাও, মুজনাই চা বাগান এলাকায় ওই দুঃস্থ মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছে। ঝকঝকে নতুন টিশার্ট প্যান্ট  পেয়ে খুশির ঝিলিক শিশুদের মুখে। জানা গিয়েছে, পুজোর প্রায় এক দু মাস আগে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ফালাকাটা ও মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন হাটে বাজারে গিয়ে সাহায্য তুলেন এবং সেই সাহায্যর টাকা দিয়ে এই নতুন বস্ত্র কিনছেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে খবর, ফালাকাটা ব্লক ও মাদারিহাট বীরপাড়া ব্লকের আরো বেশ কয়েকটি চা বাগান এলাকায় গিয়ে তারা এই নতুন বস্ত্র বিতরণ করবেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শাজাহান তালুকদার বলেন, “শারদীয়ায় তাঁদের সঙ্গেও কিছুটা আনন্দ ভাগ করে নিতেই নতুন পোশাক বিতরণের এই ক্ষুদ্র প্রচেষ্টা নেওয়া হয়েছে। নতুন জামা পেয়ে শিশুদের মুখে এক অনাবিল হাসি দেখতে পেয়ে উৎসাহ আরও বেড়ে গেল। ওদের ওই খুশিটুকুই আমাদের পাওনা।”