বর্ধমান শহরের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো মন্ডপে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

0
321

পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় পুজো মন্ডপগুলি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রকম মহালয়ার দিন বর্ধমান শহরের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পূজা মন্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চতুর্থীর দিন তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি রাসবিহারী হালদারের আহব্বানে উপস্থিত হয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন,রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার,বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা,ভাইস চেয়ারম্যান আইনুল হক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত,১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন মন্ডল। পূজা মণ্ডপ পরিদর্শন করার পর রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, বীজ দিয়ে প্রতিমা তৈরি করা হলেও মায়ের প্রতিমার এক আলাদা মাধব যেখানে ফুটে উঠেছে। নারীশক্তি নিয়ে এইরকম সুন্দর নিদর্শন সত্যিই খুব অতুলনীয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিরোধীরা তো হাইকোর্টে গেছিল সেখানেও ধাক্কা খেয়েছে দুর্গা মায়ের পুজো হলে খারাপ ভয় পায় বলুন তো যারা অসুখ তাই তারা ভয় পাচ্ছে।