পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নাম ঘোষণা হয় । পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি মন্তেশ্বর ব্লকের ব্লক সভাপতির নাম ঘোষিত হয় ।
মন্তেশ্বর ব্লক তৃণমূলের সভাপতি করা হয় আজিজুল হক কে । এরপর এই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর এক বিবৃতি ভাইরাল হয় । সেই ভিডিওতে দেখা যায় সিদ্দিকুল্লা চৌধুরী তার ক্ষোভ উগরে দেন ।
তিনি বলেন যে, মন্তেশ্বর ব্লকে ব্লক তৃণমূল সভাপতি হিসাবে আহমদ হোসেন এর নাম আমি প্রস্তাব করেছিলাম, কিন্তু আজিজুল হক কে সভাপতি করা হয়েছে মন্তেশ্বর ব্লকে , আজিজুল হকের কোন সংগঠন নেই ।
আহমদ হোসেন ছাড়া সামনে পঞ্চায়েত ভোটে মন্তেশ্বর ব্লকে ভালো ফল পাওয়া যাবে না ।
এই ভিডিও তে তিনি আরো বলেন আমার কাছে খবর আছে আহমদ হোসেনকে মার্ডার করে দেয়া হতে পারে ।
এছারাও ভিডিও তে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মন্তেশ্বর ব্লক তৃণমূল সভাপতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান ।
সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর এই বক্তব্য ভাইরাল হয়েছে । এবং এই বক্তব্য ‘মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস’ ও মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ফেসবুক থেকে আপলোড করা হয়েছে ।