পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী আত্মবলিদান দিবসে হোগলায় এসে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। প্রাক্তন মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা,তাদের দাবি শহিদের বাড়ি যাওয়ার রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী হচ্ছেন গ্রামের সাধারণ মানুষজন থেকে স্কুল পড়ুয়াদের। শুধু তাই নয় বৃহস্পতিবার আত্মবলিদান দিবসে মাতঙ্গিনী মূর্তিতে মাল্যদান করতেও গিয়ে রাস্তার দুরবস্থার মধ্যে পড়েন প্রাক্তন মন্ত্রী পায়ের প্যান্ট গুঁড়িয়ে পৌঁছতে হয় মাতঙ্গিনীর জন্মস্থানে। বিক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন রাস্তা সারাইয়ের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌমেন মহাপাত্র বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সমস্ত রাজনৈতিক দলেরই এই কর্মসূচিতে অংশগ্রহণ করা স্বাভাবিক, তবে এটা খারাপ লাগে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন মাতঙ্গিনী আসামের মেয়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা শহীদ মাতঙ্গিনীর আত্ম বলিদান দিবসে হোগলায় এসে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী...