পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শারদীয়ার উৎসবে মাতোয়ারা আপামর বাঙালি। শারদীয়া উপলক্ষে নতুন পোশাক কিনতে দোকানে দোকানে ভিড় উপচে পড়েছে। কিন্তু এমন কিছু মানুষও আছেই যারা এই দুর্গাপুজো একটি মাত্র বস্ত্র কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছো বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংস্থা। সেই রকম বর্ধমানের এক সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। যারা সারা বছর মানুষের জন্য কাজ করেন। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে শারদীয়া উপলক্ষে পিছিয়ে পড়া শিশু ও মানুষদের হাতে নতুন বস্ত্র উপহার দেয়া হলো।
পাশাপাশি তাদের হাতে তুলে দেয়া হয় মিষ্টির প্যাকেট। আজই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তাপস কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী গুল মোহাম্মদ মোল্লা, ডাইভার্স ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক শেখ শাহিদ, মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ পিন্টু, সম্পাদক কৌশিক রায়, সহ-সম্পাদক আসলাম পারভেজ খান সহ মানুষ মানুষের জন্য ওয়েল ফেয়ার সোসাইটি সদস্য এবং সদস্যাবৃন্দ।