পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম স্বর্গ ও নরক।

0
241

আবদুল হাই, বাঁকুড়াঃ কথায় আছে? এখানেই স্বর্গ এখানেই নরক আর সেই কথাকে বাস্তবায়িত করতে এ বছরে
বাঁকুড়া পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি থিম স্বর্গ ও নরক। পোয়াবাগানে পুজো ৩০ তম বর্ষে পদার্পণ হলো এই মন্ডপ তৈরি করতে খরচা হয়েছে প্রায় মূর্তি নিয়ে চৌদ্দ লক্ষ টাকা পূজা কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন আমাদের মূর্তির সাবেকই বাঁকুড়ার শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই মূর্তি আলো আনা হয়েছে বাঁকুড়ার শহর থেকে কলকাতার সঙ্গে থিমের লড়াই য়ে পিছিয়ে নেই জেলা ও এখন বাঁকুড়া জেলাতে চতুর্থী পঞ্চমীতে খুলে দেওয়া হচ্ছে পূজা মন্ডপগুলি। প্রতিযোগিতায় তারা কোনোভাবেই পিছিয়ে থাকতে চান না সামানা সমানে পাল্লা দিকে লড়াই করতে চান পূজা উদ্যোক্তারা একথা পুজো উদ্যোক্তারা পুরো মণ্ডপটি সাজানো হয়েছে কাল্পনিকভাবে। যেখানে যেভাবে সাজানোর প্রয়োজন বা রূপান্তর করে ফুটিয়ে তোলা এটাই পুজো মণ্ডপের উদ্যোক্তাদের চ্যালেঞ্জ।